WB Anganwadi Supervisor Recruitment 2025 – Apply Online, Eligibility, Last Date

⏳ Reading live:

WB Anganwadi Supervisor Recruitment 2025 – Apply Online, Eligibility, Last Date Anganwadi Supervisor Recruitment 2025:- মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ ২০২৫ করতে চলেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ করতে চলেছে। এখানে প্রায় ১২ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে যেই পথগুলিতে শুধুমাত্র সুপারভাইজার নিয়োগ করা হবে। এখানে যতদূর জানা যাচ্ছে এপ্রিল মাসে প্রথম সপ্তাহ থেকেই বিজ্ঞপ্তি দেওয়া শুরু হবে সমস্ত জায়গাতেই এই নিয়োগটা করে নেওয়া হবে।

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ ২০২৫ এর অনলাইন আবেদন শুরু হলেই আপনাদের আবেদন করতে হবে শেষ তারিখের আগে অনলাইনের মাধ্যমে।

খুব শিগগিরই সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে মহিলা ও শিশু বিভাগের যেখানে কিন্তু আপনারা মহিলা হলেই আবেদন করতে পারবেন।

নিয়োগের নামঅঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 202৫
মোট শূন্যপদ ১২০০০+
এপ্লিকেশন করার নিয়মঅনলাইনে
আবেদন শুরুর তারিখমে 202৫
আবেদনের শেষ তারিখজুন 202৫
সরকারী ওয়েবসাইটhttps://wbicds.in/

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025

সুপারভাইজার পদে কবে থেকে আবেদন শুরু হচ্ছে কতদিন পর্যন্ত লাস্ট ডেট থাকবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রকাশ করে দেব তাই অবশ্যই আমাদের এই ওয়েবসাইট টা কে ফলো রাখুন যাতে আপনারা আবেদন করতে পারেন এবং কাজটা করতে পারেন। WB Anganwadi Supervisor Recruitment 2025

WB Anganwadi Supervisor Vacancy 2025

এখানে যতগুলো পদের কথা বলা হচ্ছে সেই সমস্ত পদগুলো কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোন নোটিফিকেশন দেওয়া হয়নি। এই পদগুলো সম্পূর্ণই টেন্টেটিভ এখান থেকে অনেক পদ বাড়তেও পারে আবার কিছুটা কমতেও পারে কিন্তু আপনারা এই পদগুলো রয়েছে সেটাই ভেবে চলুন। WB ICDS Supervisor Recruitment 2025

জেলাপদের সংখ্যা
আলিপুরদুয়ার320+
বাঁকুড়া540+
উত্তর ২৪ পরগনা900+
দক্ষিণ ২৪ পরগনা870+
পুরুলিয়া400+
পূর্ব বর্ধমান620+
পশ্চিম বর্ধমান480+
পূর্ব মেদিনীপুর650+
পশ্চিম মেদিনীপুর600+
নদিয়া620+
মুর্শিদাবাদ860+
মালদা750+
উত্তর দিনাজপুর460+
দক্ষিণ দিনাজপুর360+
দার্জিলিং420+
জলপাইগুড়ি500+
কোচবিহার440
হাওড়া560+
হুগলি570+
কলকাতা300+
ঝাড়গ্রাম290+
কালিম্পং220+
বীরভূম480+

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025 এর যোগ্যতা

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025-এর জন্য প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতার থাকা খুব দরকার। আমরা এই খানে কিছু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিলাম যে গুলো দেখে আপনি বুজতে পারবেন যে WB Anganwadi Supervisor Recruitment 2025 Eligibility কেমান কি লাগে।

বয়স সীমা

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়েসের উদ্দসিমার ছাড় দেওয়া যেতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

সুপারভাইজাররা যেকোন ক্ষেত্রে স্নাতক ডিগ্রী পাশ করে থাকতে হবে । তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন । WB Anganwadi Supervisor Recruitment 2025

যে সমস্ত নথি প্রয়োজন

আবেদনপত্র পূরণ করার সময় প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলি আপলোড করতে হবে:

  • স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি
  • স্ক্যান করা স্বাক্ষর
  • শিক্ষাগত শংসাপত্র
  • জাতি শংসাপত্র (যদি থাকে হয়)
  • আবাসিক শংসাপত্র (যদি থাকে হয়)

WB ICDS Supervisor Recruitment 2025 Apply Online

আবেদন করতে হলে আপনাকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
মহিলা ও শিশু উন্নয়ন শাখার অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: https://wbicds.in/

Anganwadi Supervisor Application Fee

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025-এর আবেদন ফি সাধারণ শ্রেণী এবং ওবিসি আবেদনকারীদের জন্য 100 টাকা এবং SC/ST আবেদনকারীদের জন্য 50 টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের একটি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি প্রদানের অনুমতি দেওয়া হয়। WB Anganwadi Supervisor Recruitment 2025

WB Anganwadi Supervisor Salary 2025

অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের অধীনে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা 5, 200 থেকে 20, 200 টাকার মধ্যে বেতন পাবেন। পরবর্তীকালে এই বেতন পরিবর্তন হতে পারে কিন্তু এই বেতনে থাকার সম্ভাবনা সব থেকে বেশি।

Selection Process for Anganwadi Supervisor Recruitment 2025

অঙ্গনারী সুপারভাইজারদের নিয়োগ করে নেওয়া হবে দুটি ধাপের মাধ্যমে প্রথমটি হল লিখিত পরীক্ষা এবং তারপরে হলো মৌখিক পরীক্ষা। আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। WB Anganwadi Supervisor Recruitment 2025

আপনাদের মোট দুটি ধাপে পরীক্ষা হবে প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম এবং তারপরে মেইন এক্সাম যদি আমরা সিলেবাস দেখি তাহলে এখানে আপনাদের সিলেবাস হয়ে যাবে।

ICDS Exam Syllabus 2025 West Bengal
প্রবন্ধ রচনা১৫ নম্বর
পাটিগণিত২০ নম্বর
পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা১৫ নম্বর
ইংরেজি২০ নম্বর
সাধারণ জ্ঞান২০ নম্বর
মোট৯০ নম্বর

যারা যারা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ২০২৫ পদের জন্য আবেদন করতে চাইছেন তারা অবশ্যই কিছুদিন অপেক্ষা করুন কারণ কিছুদিনের মধ্যেই উনাদের কাছে চলে আসবে সমস্ত রাজ্যের অফিশিয়াল নোটিশ যেখানে আপনাদের সম্পূর্ণ কিছু বলে দেওয়া হবে কবে কোথায় নিয়োগ করা হবে। WB Anganwadi Supervisor Recruitment 2025

আমাদের এই পোস্টটা শুধুমাত্র আপনাদেরকে জাগ্রত করার জন্য যারা যারা সুপারভাইজার পদের জন্য আবেদন করতে চাইছেন তাদেরকে আমরা কোন মতেই কোন ধরনের চাকরি প্রলোভন দিই না যেগুলো সরকারি ওয়েবসাইটে দেওয়া হয় সেগুলি আমরা এইখানে প্রতিনিয়ত দিয়ে থাকি। WB Anganwadi Supervisor Recruitment 2025

তাই আমাদের দ্বারা কোন কিছু ভুল হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে পোস্টটি অবশ্যই শেয়ার করবেন। WB Anganwadi Supervisor Recruitment 2025

Check Official NoticeClick Here
Apply OnlineClick Here
Join Whatsapp GroupClick Here
Join Telegram GroupClick Here
WB Anganwadi Supervisor Recruitment 2025 – Apply Online, Eligibility, Last Date

FAQ

WB Anganwadi Supervisor নিয়োগ ২০২৫-এ মোট কতটি শূন্যপদ রয়েছে?

এই নিয়োগে u003cstrongu003e১২,০০০+ এরও বেশি শূন্যপদu003c/strongu003e রয়েছে, যা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বিভক্ত করা হয়েছে।

সুপারভাইজার পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী?

আবেদনকারীর অবশ্যই u003cstrongu003eযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিu003c/strongu003e থাকতে হবে।

আমি কীভাবে WB Anganwadi Supervisor পদে আবেদন করতে পারি?

আপনি অনলাইনের মাধ্যমে u003cstrongu003eসরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদনu003c/strongu003e করতে পারবেন। নোটিফিকেশন প্রকাশ হলে আবেদনের লিঙ্ক সক্রিয় করা হবে।

আবেদনের শেষ তারিখ কী?

আবেদনের শেষ তারিখ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর জানানো হবে। দয়া করে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের পোর্টালটি চেক করুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.