Anandadhara shg recruitment 2024

Anandadhara shg recruitment 2024 এতদ্বারা সকলকে জানানো যাইতেছে যে জেলার গ্রাম উন্নয়ন বিভাগ এর মাধ্যমে জলপাইগুড়ি জেলার অন্তর্গত আনন্দধারা অধীন রাজ্যগঞ্জ ব্লগে মহাসঙ্ঘের অধীনে দশজন সম্পন্ন চুক্তিভিত্তিক থেকে পদে নিয়োগ করা হবে উপরোক্ত পদের জন্য উক্ত ব্লকের ২৫ থেকে ৪৫ বছর বয়সে স্নাতক উত্তীর্ণ স্বনির্ভর দলের মহিলা সদস্যরা আবেদন করতে পারবেন।

উক্ত নিয়োগের জন্য রায়গঞ্জ ব্লকের বাসিন্দ া সমস্ত স্বনির্ভর দলের উপযুক্ত সদস্যদের কাছ থেকে নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র আহবান করা হচ্ছে।

উপরোক্ত পথ ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও আবেদন পত্র পাওয়ার জন্য jalpaiguri.gov.in এই ওয়েবসাইটে নজর রাখুন অথবা সরাসরি ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

Anandadhara shg recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম:- Community Resource Person Enterprise Promotion

আবেদনকারী অত্যাবশ্যকীয় যোগ্যতা

কেবলমাত্র ২৫ থেকে ৪৫ বছর বয়সী এসএসসি সদস্যরা আবেদনের যোগ্য। আবেদনকারীর বয়স ০১/০১০২০২৪ এর হিসেবে অনুযায়ী ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারীনিকে স্থায়ী ভাষার দক্ষ ও পারদর্শী হতে হবে
আবেদনকারীনিকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে।

আড়ও পড়ুন:- Data Entry Operator Recruitment 2024

আবেদন কাহিনী কে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে ওই ব্লকের নিম্নতম বসবাসকার দুই বৎসরের বেশি হতে হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনকারী স্মার্টফোন এবং কম্পিউটারের ব্যবহার জানলে অগ্রাধিকার পাবেন। Anandadhara shg recruitment 2024

আবেদন শুরু হচ্ছে ০১/০২/২০২৪ তারিখ থেকে
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫/০২/২০২৪

আবেদনপত্র জমা দেওয়ার সময়:- সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত কাজের দিনে।

আবেদনপত্র জমা দেওয়ার স্থান:- সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কারণ রাজগঞ্জ জলপাইগুড়ি এবং জেলা গ্রামীণ উন্নয়ন শাখা জলপাইগুড়ি।

আবেদন পদ্ধতি:- আবেদনকারীকে উপরোক্ত ঠিকানা এসে সঠিকভাবে পূরণ করা আবেদন সেই সঙ্গে বয়স শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনেই সব প্রত্যাহিত কাগজপত্র নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা ৬০ নম্বরের, যেটা এম সি কিউ টাইপের প্রশ্ন হবে। গ্রুপ একটিভিটি ২০ নম্বরের এবং মৌখিক কুলি নম্বরের সব মিলিয়ে টোটাল ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত জেরক্স কাগজ জমা করতে হবে।

  • মাধ্যমিক এডমিট কার্ড
  • স্নাতক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট
  • ভোটার কার্ড
  • সব প্রত্যয়িত আধার কার্ডের ফটোকপি
  • যথাযথ পূরণ করা এবং সংশ্লিষ্ট সঙ্গে সভানেত্রী সম্পাদিকা স্বাক্ষর এন এক্স আর এ যাহা ফর্ম সঙ্গে যুক্ত থাকবে
  • কম্পিউটার জ্ঞানের সংসার পত্র বা ফটোকপি যদি থাকে
  • ৪ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

পরীক্ষার সময়:- লিখিত পরীক্ষার সময় এক ঘন্টা। প্রত্যেক পরীক্ষার্থীকে গ্রুপ ডিস অ্যাক্টিভিটির জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হবে কোন যাতায়াত খরচ প্রদান করা হবে না।

Visit Official Website jalpaiguri.gov.in

Download Official Notification Anandadhara shg recruitment 2024

Anandadhara shg recruitment 2024

Leave a Comment

DMCA.com Protection Status