উত্তর 24পরগনা ICDS Recruitment 2024

উত্তর 24পরগনা ICDS Recruitment 2024 মালদার সমস্ত জেলাতেই আবারো প্রচুর পরিমাণে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে কোন কোন পঞ্চায়েতে কতগুলো করে নিয়োগ হবে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু বেরিয়ে এসেছেন আল্লাহর অফিসিয়াল ওয়েবসাইটে।

যারা যারা এই ডিস্ট্রিকে বসবাস করছেন এবং অঙ্গনওয়াড়ি চাকরির জন্য অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটলো কারণ এই ডিসটিক প্রচুর পরিমাণে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে মোটামুটি সব দৃষ্টিকে কত কি যোগ্যতা লাগবে কারা কারা আবেদন করতে পারবেন কতগুলো পোস্ট রয়েছে সম্পূর্ণ তথ্য নিচে দিয়ে দেওয়া হলো অবশ্যই সম্পূর্ণ তথ্যটা পড়বেন এবং অফিসিয়াল নোটিফিকেশন টাও একবার চেক করে দেখবেন।

উত্তর 24পরগনা ICDS Recruitment 2024

  • এই নিযুক্ত সম্পূর্ণ স্বেচ্ছাসেবক মূলক
  • এই কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মী রূপে গণ্য হবে না
  • অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতিমাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক ৪৫০০ টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক ৩৭৫০ টাকা।

শূন্য পদের বিবরণ এবং সংরক্ষণ বিন্যাস

উত্তর 24পরগনা ICDS Recruitment 2024

শুন্যপদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস
মোট শূন্য পদ৭৩৫টি
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উত্তর 24পরগনা ICDS Recruitment 2024 আবশ্যিক শর্তাবলী

নিম্নতম শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি তারিখটিকে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। সাধারণ তাপশিলি জাতি তপশিলি উপজাতি ও অন্যান্য অনুগ্রহ শ্রেণীর ইত্যাদি সকলের ক্ষেত্রেই। উচ্চতরী শিক্ষকতার যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোন অন্তরায় হবে না। যে সকল সহায়িকা ১৯-০৯-২০১৩ এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার আবেদন পত্র বিবেচিত হবে না।

বয়স:
০১/০১/২০২৪ তারিখ থেকে ভিত্তি করে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত:
কর্মী পদে আবেদনকারীণীকে অবশ্যই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষা:
সকল আবসিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষায় ৩৫ নম্বর থাকবে। অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে আট বছর বা তার উর্ধ্বে বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে পাঁচ নম্বর এবং ১১ বছর বা তার ঊর্ধ্বে সহায়িকা পদে কাজ করলে দশ নম্বর মৌখিক পরীক্ষায় ৫ নম্বর। উত্তর 24পরগনা ICDS Recruitment 2024

বিদ্র:- লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন নূন্যতম যোগ্যতা নির্ধারক নাম্বার থাকবে না। লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় পাপ তো মৌখিক পরীক্ষায় প্রাপ্ত এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেদাতালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। উত্তর 24পরগনা ICDS Recruitment 2024

সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী
সংরক্ষিত পদের পাতিদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। আবেদন পত্রের সাথেই উক্ত শংসাপত্রের প্রকৃত প্রতিলিপি জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে উক্ত শংসাপত্রের সব প্রত্যাহিত প্রতিলিপি জমা না দেওয়া হলে ওই প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচনা করা হবে না।

আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ:
আবেদন করতে হবে অনলিনের মাধ্যমে http://64.227.165.145/ এই ওয়েবসাইট গিয়ে ০১-০৩-২০২৪ থেকে ৩১-০৩-২০২৪ এর মধ্যে

আড়ও পড়ুন:- Kolkata Police Recruitment 2024

বিদ্র:- কোন ভুল বা অসংগত তথ্য দিলে বা উপরূপ উপরের উক্ত শর্ত লংঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং এই বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে যাবতীয় সংসদ পত্রের আসল দাখিল করতে হবে এবং এক্ষেত্রে সঠিক শংসাপত্র দেখাতে না পারলে মৌখিক পরীক্ষায় প্রবেশ অধিকার দেওয়া হবে না।

আবেদন শুরু হছে ০২-০৩-২০২৪ থেকে
আবেদন শেষ হছে ০২-০৪-২০২৪ তারিখ পর্যন্ত বেলা 11 টা থেকে বিকেল তিনটে অব্দি

আবেদন পত্র ডাউনলোড করুন এই খান থেকে

আবেদন করুন Online

উত্তর 24পরগনা ICDS Recruitment 2024

Leave a Comment

DMCA.com Protection Status