ANANDADHARA প্রকল্পের অধীনে মন্দিরবাজার ব্লকে Business Development Service Provider (BDSP) পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই পদে মোট ৭ জন মহিলা প্রার্থী নিয়োগ করা হবে, যাঁরা স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য এবং মন্দিরবাজার ব্লকে কমপক্ষে ২ বছর ধরে বসবাস করছেন। আবেদনপত্র জমার শেষ তারিখ ১০ জুলাই ২০২৫। এই নিয়োগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা গ্রামীণ মহিলাদের উদ্যোগ গঠনে সহায়তা করবেন এবং OSF কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
বিজ্ঞপ্তি নং: 01/2025
তারিখ: 01.07.2025
প্রতিষ্ঠান: Block Development Officer (BDO), মন্দিরবাজার ব্লক, দক্ষিণ ২৪ পরগনা
ইমেল: bdomandirbazar@gmail.com
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষেপে: ANANDADHARA BDSP নিয়োগ ২০২৫
ANANDADHARA প্রকল্পের অধীনে Business Development Service Provider (BDSP) পদের জন্য মন্দিরবাজার ব্লকের ৭টি পদের বিপরীতে আবেদনপত্র চাওয়া হচ্ছে। যারা মহিলা এবং স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
পদের নাম:
Business Development Service Provider (BDSP) ANANDADHARA BDSP নিয়োগ ২০২৫
মোট শূন্যপদ: ৭ (সাতটি)
আবেদনের শেষ তারিখ:
১০ জুলাই ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)
আবেদনের মাধ্যম: ডাকের মাধ্যমে বা অফিসে থাকা Drop Box-এ আবেদন জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহের স্থান:
- BDO অফিস, মন্দিরবাজার
- মন্দিরবাজার ব্লকের সকল বাংলা সহায়তা কেন্দ্র (BSK) ANANDADHARA BDSP নিয়োগ ২০২৫
যোগ্যতা:
- যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি (কমার্স প্রার্থীদের অগ্রাধিকার)
- বয়স: ২১-৪৫ বছর (০১.০১.২০২৫ অনুযায়ী)
- কমপক্ষে ২ বছর ধরে মন্দিরবাজার ব্লকে বসবাসকারী হতে হবে
- স্থানীয় ভাষায় কথা বলায় দক্ষ হতে হবে
- কম্পিউটার ও স্মার্টফোন পরিচালনায় দক্ষতা (অগ্রাধিকারযোগ্য)
কে অগ্রাধিকার পাবেন:
১. যাদের নিজের ব্যবসা রয়েছে বা পূর্বে কোন উদ্যোগে কাজ করেছেন
২. যদি না থাকে, তবে বিদ্যমান কমিউনিটি ক্যাডার / SHG নেত্রী
৩. আবার না থাকলে, বয়স ২৫-৪৫ বছর এমন প্রার্থী
৪. সকল প্রার্থী অবশ্যই মহিলা ও SHG সদস্য হতে হবে
Read More:- WB Gram Panchayat Recruitment 2025
পারিশ্রমিক:
- প্রতিদিন ৩০০ টাকা (WBSRLM নিয়ম অনুযায়ী)
- আসল যাতায়াত খরচ ফেরতযোগ্য
পরীক্ষা পদ্ধতি:
লিখিত পরীক্ষা (৪০ নম্বর):
- ১০টি অঙ্কের প্রশ্ন (মাধ্যমিক স্তর)
- ১০টি যুক্তির প্রশ্ন
সময়: ৯০ মিনিট
ব্যক্তিত্ব মূল্যায়ন (১০ নম্বর):
- গ্রুপ অ্যাক্টিভিটি: ৫ নম্বর
- ইন্টারভিউ: ৫ নম্বর
লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: আগস্ট ২০২৫-এর দ্বিতীয় সপ্তাহ
দরকারি ডকুমেন্টস (Self-attested):
বাধ্যতামূলক:
- পরিচয়পত্র (Aadhaar/EPIC/PAN/Driving License)
- বয়স প্রমাণ (জন্ম শংসাপত্র / মাধ্যমিক অ্যাডমিট / সার্টিফিকেট)
- বাসস্থান প্রমাণ (Aadhaar/EPIC/Gram Panchayat Certificate)
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (Graduation এর)
- SHG সংক্রান্ত সার্টিফিকেট (SHG Code, Member ID, Sangha Name)
অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের জন্য:
- স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপের অভিজ্ঞতার সার্টিফিকেট
- কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
- নিজের ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতার প্রমাণপত্র
আবেদনের ঠিকানা:
To
The Block Development Officer
Mandirbazar Development Block
Vill.- Ramnathpur
P.O. & P.S.- Mandirbazar
Pin-743395
Dist- South 24 Parganas
খামের উপর লিখতে হবে:
Application for the Post of Business Development Service Provider (BDSP), Mandirbazar Block
আবেদনপত্রে যা যা থাকবে (সংক্ষেপে):
- নাম, বাবার/স্বামীর নাম
- জন্মতারিখ ও বয়স
- স্থায়ী ঠিকানা
- মোবাইল নম্বর, Aadhar নম্বর
- SHG সংক্রান্ত তথ্য (নাম, কোড, সদস্য নম্বর)
- শিক্ষাগত যোগ্যতা
- কম্পিউটার ও ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতা
- নিজস্ব ব্যবসার বিবরণ (যদি থাকে)
- প্রার্থীর স্ব-ঘোষণা ও স্বাক্ষর
বিশেষ নির্দেশাবলী:
- একটি প্রার্থী কেবল একবারই আবেদন করতে পারবেন
- অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়
- নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণযোগ্য নয়
