⏳ Reading live:
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) প্রকাশ করেছে Paribesh Bandhu Recruitment 2025 বিজ্ঞপ্তি। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে মোট 64টি শূন্যপদে নিয়োগ হবে। যোগ্য প্রার্থীরা 21 আগস্ট 2025 থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে জানুন বয়সসীমা, যোগ্যতা, বেতন, সংরক্ষণ, আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ।
বিজ্ঞপ্তি নং: 05 of 2025
তারিখ: 14.08.2025
নিয়োগ পরীক্ষা, 2025 – পরিবেশ বন্ধু (Paribesh Bandhu)
নিয়োগকারী সংস্থা: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (KMC)
ওয়েবসাইট: www.mscwb.org
শূন্যপদ বিবরণ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে 64টি পদে নিয়োগ
পদের নাম: পরিবেশ বন্ধু (Paribesh Bandhu)
মোট শূন্যপদ: 64 টি
বেতন: Pay Level 1 (ROPA 2019) + ভাতা
ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদ:
- UR: 21
- UR (Ex-Serviceman): 04
- UR (PWD): 02 (Blindness/Low Vision – 01, Hearing Impairment – 01)
- UR (MSP): 01
- EWS: 05
- EWS (Ex-Serviceman): 01
- SC: 10
- SC (Ex-Serviceman): 02
- ST: 04
- ST (Ex-Serviceman): 01
- OBC (A): 07
- OBC (A) (Ex-Serviceman): 01
- OBC (B): 04
- OBC (B) (Ex-Serviceman): 01
যোগ্যতা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ
- ভারতীয় নাগরিক হতে হবে।
- শারীরিকভাবে শক্তিশালী ও সুস্থ থাকতে হবে।
- আউটডোর কাজ সঠিকভাবে সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
- বয়সসীমা:
- সর্বোচ্চ: 40 বছর (01.01.2025 অনুযায়ী)
- সর্বনিম্ন: 18 বছর
- সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকার অনুমোদিত বয়স ছাড় প্রযোজ্য।
Read More:- উত্তর দিনাজপুর গোটি গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক হোমিওপ্যাথিক ডাক্তার নিয়োগ ২০২৫
দায়িত্ব
- KMC-র অধীনে পাবলিক টয়লেট পরিষ্কার করা।
- রাস্তা, গলি ও লেন থেকে পশুর বর্জ্য পরিষ্কার করা।
প্রয়োজনীয় নথি (অনলাইনে আপলোড করতে হবে)
- বয়সের প্রমাণপত্র (জন্মসনদ/স্কুল ছাড়পত্র/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)
- জাতি/শ্রেণি সনদপত্র (SC/ST/OBC/EWS/PWD)
- এক্স-সার্ভিসম্যান প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
- প্রাসঙ্গিক যোগ্যতার নথি
আবেদন ফি
- UR/EWS/OBC: ₹150 + প্রসেসিং চার্জ ₹50 = মোট ₹200
- SC/ST/PWD: শুধুমাত্র প্রসেসিং চার্জ ₹50
- ফি শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে (BillDesk মাধ্যমে)।
- একবার ফি জমা দিলে ফেরতযোগ্য নয়।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: 21.08.2025
- আবেদনের শেষ তারিখ: 17.09.2025
- স্ক্রাইবের জন্য আবেদন: 18.09.2025 – 25.09.2025 (শুধুমাত্র নির্ধারিত ফরম্যাটে, কমিশনের অফিসে ব্যক্তিগতভাবে জমা দিতে হবে)
সংরক্ষণ ও বিশেষ যোগ্যতা
- EWS: সরকার অনুমোদিত আয়ের ও সম্পত্তির সনদ প্রয়োজন।
- SC/ST/OBC: সরকার অনুমোদিত কাস্ট সনদ প্রয়োজন।
- PWD: 40% বা তার বেশি অক্ষমতার প্রমাণপত্র।
- Meritorious Sports Persons: নির্দিষ্ট খেলার ক্ষেত্রে রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণের প্রমাণ।
- Ex-Serviceman: সেনাবাহিনীতে চাকরির তারিখ, পরিষেবার মেয়াদ ও অবসর/রিজার্ভে স্থানান্তরের প্রমাণপত্র।
অন্যান্য শর্তাবলি
- এক প্রার্থী শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন।
- ভুল তথ্য দিলে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।
- পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
- নির্বাচিত প্রার্থীদের কলকাতা পৌরসভার অধিক্ষেত্রে থাকার প্রতিশ্রুতি দিয়ে ₹50 নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বন্ড জমা দিতে হবে।
অফিশিয়াল নোটিশ ও আবেদন লিংক: Click Here
