Civic Police Recruitment 2025 পশ্চিমবঙ্গ সরকার আবারও কিন্তু নিয়োগ করতে চলেছে সিভিক পুলিশ যেখানে কিন্তু যেকোনো বয়সেরই ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। Civic Police Recruitment 2025 যারা যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের কত কি যোগ্যতা লাগবে এবং কবে থেকে আবেদন হবে তা সম্পূর্ণ তথ্য নিচে দিয়ে দেওয়া হলো Civic Volunteer Recruitment 2025.
পদের নাম | Civic Police Recruitment 2025 |
প্রতিষ্ঠানের নাম | West Bengal Police Board |
শূন্যপদ | 7000+ |
Official Website | https://prb.wb.gov.in/ |
প্রকাশের তারিখ | 10 May 2025 |
আরও চাকরি | Click Here |
Qualification of
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা | ক্লাস ৮ পাশ। উচ্চতর যোগ্যতা থাকলেও হবে |
বয়স সীমা | ২০ বছর হলেই করা যাবে আবেদন |
Monthly Salary of
Monthly salary is :- প্রতি মাসে ₹৯,৩০০
Qualification wise govt jobs | |
---|---|
8th Pass | Graduation Pass |
10th Pass | MBBS Pass |
12th Pass | ANM & GNM Pass |
Age
বয়স সীমা: প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর বা তার বেশি এবং সর্বোচ্চ ৬০ বছরের হবে।
How to apply Civic Police Recruitment 2025
আবেদন পত্র
নির্ধারিত আবেদনপত্রের ফর্ম্যাটটি এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত রয়েছে। আবেদনপত্রটি অবশ্যই সাদা A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি (স্ব-প্রত্যয়িত) সংযুক্ত করতে হবে:
(i) পরিচয়পত্র (Identity Proof):
নিম্নোক্ত যেকোনো একটি (১টি) নথির স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে:
- প্যান কার্ড (PAN Card)
- পাসপোর্ট (Passport)
- ড্রাইভিং লাইসেন্স (Driving Licence)
- ভোটার কার্ড (Voter Card)
- ছবি সহ ব্যাঙ্ক পাসবুক (Bank Passbook with photograph)
- আধার কার্ড / ই-আধার (Aadhaar Card / e-Aadhaar Card with photograph)
(ii) ঠিকানার প্রমাণ (Address Proof):
নিম্নোক্ত যেকোনো একটি (১টি) নথির স্ব-প্রত্যয়িত কপি:
- ভোটার কার্ড (Voter Card)
- আধার কার্ড / ই-আধার (Aadhaar Card / e-Aadhaar Card with photograph)
- পাসপোর্ট (Passport)
- ড্রাইভিং লাইসেন্স (Driving Licence)
- ব্যাঙ্ক পাসবুক (Bank Passbook)
- বিদ্যুৎ বিল / টেলিফোন বিল (Electric Bill / Telephone Bill)
(iii) বয়সের প্রমাণ (Age Proof):
নিম্নোক্ত যেকোনো একটি (১টি) নথির স্ব-প্রত্যয়িত কপি:
- জন্ম সনদ (Birth Certificate)
- স্বীকৃত স্কুল কর্তৃক প্রদত্ত জন্ম তারিখ সম্বলিত শংসাপত্র
- কোনো স্বীকৃত পরীক্ষার এডমিট কার্ড যাতে জন্ম তারিখ উল্লেখ আছে
(iv) রঙিন পাসপোর্ট সাইজ ছবি:
- আবেদনপত্রের উপর নির্ধারিত স্থানে একটি স্ব-প্রত্যয়িত রঙিন পাসপোর্ট সাইজ ছবি আঠা দিয়ে লাগাতে হবে।
(v) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অতিরিক্ত কার্যকলাপ (যদি থাকে):
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের স্ব-প্রত্যয়িত ফটোকপি
- অতিরিক্ত কার্যকলাপের নথি (যদি থাকে)
উল্লেখিত সকল মূল নথিপত্র ভর্তি প্রক্রিয়ার সময় যাচাই করা হবে।
প্রতিটি প্রার্থী শুধুমাত্র একটি (১টি) আবেদনপত্রই জমা দিতে পারবেন। একাধিক আবেদন জমা দিলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে।
civic volunteer recruitment 2025 apply online আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি:
পূরণ করা আবেদনপত্র ও উল্লিখিত নথিপত্র ব্যক্তিগতভাবে আবেদনকারীকে নিজে নির্ধারিত “ড্রপ বক্স”-এ জমা দিতে হবে।
অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র একটি সিল করা খামে রাখতে হবে এবং খামের উপর বড় অক্ষরে লিখতে হবে:
“APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER”
Important Date
আবেদন শুরু হচ্ছে | 10-04-2025 |
আবেদন শেষ হচ্ছে | 10-05-2025 |
Important link
Notification | Click Here |
Apply | Click Here |
Official Website | Click Here |
Join Telegram | Click Here |
Join WhatsApp | Click Here |
Civic Volunteer মানে কী?
Civic Volunteer বা Civic Police হল পশ্চিমবঙ্গ পুলিশের সহায়ক বাহিনী, যাঁরা ট্রাফিক কন্ট্রোল, জননিরাপত্তা ও পুলিশের নানান প্রশাসনিক কাজে সাহায্য করে।
Civic Police পদে কারা আবেদন করতে পারেন?
যেকোনো ভারতীয় নাগরিক যাঁর বয়স 20-60 বছরের মধ্যে এবং অন্তত অষ্টম শ্রেণি পাশ (যথাযথভাবে প্রমাণপত্র সহ) — আবেদন করতে পারেন।
আবেদন পদ্ধতি কী?
নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ নির্দিষ্ট অফিসে “DROP BOX”-এ জমা দিতে হবে। ডাকযোগে বা অন্য মাধ্যমে গ্রহণযোগ্য নয়।
কোনো ট্রেনিং বা পরীক্ষা হয় কি?
সাধারণত সরাসরি ইন্টারভিউ হয় এবং নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক ট্রেনিং দেওয়া হয়।
Civic Volunteer কি সরকারি চাকরি?
না, এটি একটি চুক্তিভিত্তিক সম্মানমূলক পদ। বেতন বা ভাতা প্রাপ্তি স্থানীয় থানার ওপর নির্ভর করে।
Civic Volunteer-এর বেতন কত?
Civic Police বা Civic Volunteer-এর নির্দিষ্ট বেতন নেই, তবে অনেক থানায় মাসিক ভাতা হিসেবে ₹5,000 – ₹10,000 টাকার মতো দেওয়া হয়। এটি থানাভিত্তিক এবং জেলার প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এই পদটি একটি সম্মানসূচক স্বেচ্ছাসেবী ভিত্তিক পদ হলেও নির্দিষ্ট পরিমাণ সম্মানী প্রদান করা হয়ে থাকে।
